বড়াইগ্রামে ট্রাকের চাপায় এক কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

বড়াইগ্রামে ট্রাকের চাপায় এক কলেজ ছাত্র নিহত

বুলবুল আহম্মেদ, বড়াইগ্রাম প্রতিনিধিঃ- নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় এক কলেজ ছাএ নিহত হয়েছে। গতকাল সাতটার দিকে উপজেলার সৈয়দমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন (২৬) উপজেলার গোপালপুর ইউনিয়ানের সৈয়দ মোড় এলাকার মুক্তার হোসেনের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায় ভোর ৭টার সময় বাড়ীর পাশ্বে দারিয়ে ছিলো মামুন এ সময় ইশ্বরদী থেকে ছেড়ে আসা বালি বােঝায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মামুন। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার এস,আই সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি,চেয়াম্যান আব্দুস সালাম জানান, ট্রাকটি সড়কের রং সাইডে এসে মামুনকে চাপা দিয়ে একটি ঘড়ের ভিতরে ঢুকে পরলে সে ঘটনাস্থলেই নিহত হয়। মামুন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ থেকে মাষ্টার্স শেষ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest