রাজগঞ্জে গভীর রাতে জেলা প্রশাসক ভাসমান সেতু সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

রাজগঞ্জে গভীর রাতে জেলা প্রশাসক ভাসমান সেতু সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জেলা প্রশাসক ভাসমান সেতু সংলগ্ন ঝাঁপা পাড়ের উপর কসমেটিক দোকানের দরজার টিন কেটে ভীতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান কসমেটিক সামগ্রী সহ প্রায় ৩০/৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে। এ বিষয়ে দোকান মালিক কামাল হোসেন জানায়- দিনে বেচাকেনার শেষে রাতে দোকান বন্ধ করে বাড়িতে যায়। সকালে ত্রসে দেখি দরজার টিন কেটে চোরেরা চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক আরো জানায়- বাওড়ে জাল পাতা এক জেলে জানায়- রাত ২টার দিকে বাজার পার থেকে সেতুর উপর দিয়ে ৩টা মটর সাইকেল ঝাঁপার পাড়ে যেয়ে বন্ধ করে দেয়। অনেক ক্ষন পরে দুটি মটর সাইকেল সেতু দিয়ে ফিরে আসে। পরে ঐ জেলে উপরে উঠে দেখে তার দোকানের দরজার টিন কাটা। ফলে দোকান মালিক ধারনা করছে মটর সাইকেলে যেয়ে ঐ দোকানে চুরি করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest