রাজশাহীতে ২ লাখ টাকাসহ জুয়ার আসর থেকে ২৬ জন আটক

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

রাজশাহীতে ২ লাখ টাকাসহ জুয়ার আসর থেকে ২৬ জন আটক

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে জুয়া খেলার ২ লাখ ১২ হাজার ৮০০ টাকা সহ জুয়ার আসর থেকে ২৬ জনকে আটক করেছে র‍্যাব-৫। শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ঢাকা বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে জুয়ার আসর থেকে আটক করে। আটককৃতরা হলো, মিয়াপাড়ার রফিকুল ইসলাম বাবু (৪৬), শিরোইল স্টেশন পাড়ার উজ্জল, একই এলাকার সেলিম রেজা বিশু, একই এলাকার শফিকুল ইসলাম (৪২), রাজারহাতা এলাকার কাজী ছোটন, শিরোইল মোল্লা মেল এলাকার সেন্টু মন্ডল (২৩), নগরীর উপশহর এলাকার আবু হেনা মোস্তফা কামাল (৪৭), গণক পাড়ার মমিনুর রহমান (৪০), শিরোইল স্টেশন
পাড়ার হোসেন (৩০), বিহারী কলোনী স্কুল মাঠ এলাকার ফরমান (৪০), শিরোইল কলোনী এলাকার আব্দুল ওয়াদুদ (৩৮), হাজরাপুকুর এর সুমন শেখ (২৬), শিরোইল কলোনীর শাহিন হোসেন (৩৬), একই এলাকার তছলিম উদ্দিন (৪৩), হাজরাপুকুর ডাব তলা এলাকার আবুল কালাম আজাদ (৩৫), নিউ কলোনির আজিজুর রহমান (৩৩), নারিকেলবাড়িয়া এলাকার ইসলাম (২৮), আসাম কলোনির খোকন (৪৩), শিরোইল কলোনী পশ্চিম পাড়ার মোসলেম আলী (৪৫), হাজরাপুকুর ডাক্তার এলাকার মুক্তার হোসেন মুক্তা (৩২), নারিকেলবাড়িয়া কৃষি কলেজ এলাকার শাহাদৎ হোসেন সাধু,
কলোনির জাহাঙ্গীর হোসেন (৩৫), হাজরাপুকুর ডাবতলা এলাকার জাহাঙ্গীর হোসেন (৪০), কাটাখালি নতুন পাড়া এলাকার আরাফাত আলী (২৮), রানীনগর এলাকার সুকুমার (২৮) ও নওগাঁ নাপিত পাড়া এলাকার দিপক কুমার সরকার (৩৫)। আটককৃতদের কাছ থেকে ২৯ টি মোবাইল ফোন, ৪৫ টি সীমকার্ড, ১৮ টি মেমোরীকার্ড, ১১ সেট প্লেয়িং কার্ড (তাস) ও নগদ ২,১২,৮০০ টাকা উদ্ধার গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest