মেঘদূত সাহিত্য পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠান ও স্বর্গীয়া মঞ্জু দে স্মৃতি পুরস্কার ২০২০ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

মেঘদূত সাহিত্য পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠান ও স্বর্গীয়া মঞ্জু দে স্মৃতি পুরস্কার ২০২০ অনুষ্ঠিত

 মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ মেঘদূত সাহিত্য পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠান ও স্বর্গীয়া মঞ্জু দে স্মৃতি পুরস্কার ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৩ শে ফেব্রুয়ারি ২০২০ কসবা কলকাতা, ভারত কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় সম্পাদিত মেঘদূত সাহিত্য পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাগৃহে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ” থেকে আগত ডঃ সন্দীপক মল্লিক ভাষাবিদ,গবেষক এবং প্রাক্তন প্রিন্সিপাল পাবনা ক্যাডেড কলেজে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডঃ নিলয় সাহা,অধ্যাপক,গবেষক ও প্রাবন্ধিক প্রফেসর মৃণালিনী দত্ত কলেজ ও ফর্মার সিনিয়র একাডেমিক ফেলো ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রিসার্চ ইন্সটিটিউট,নিউ দিল্লি, ডক্টর সাইফুল্লাহ শামীম, অধ্যাপক,গবেষক ও প্রাবন্ধিক,বাংলা বিভাগের প্রধান আলিয়া ইউনিভার্সিটি, বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক‌ ও মেঘদূত পত্রিকার সভাপতি শ্রী বরুণ চক্রবর্তী মহাশয়,বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি চেয়ারম্যান যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সাহিত্য বন্ধু শ্রী সোমনাথ নাগ এবং ভাইস চেয়ারম্যান শ্রী দেবপ্রসাদ বসু এবং কবি ও সাহিত্যিক শ্রী আরণ্যক বসু, শ্রী অজিতেশ নাগ প্রমুখ। অনুষ্ঠানে মেঘদূত সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন এবং “গল্প যখন সত্যি” বলে একটি যৌথ গল্প সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।এবং মেঘদূত স্বর্গীয়া মঞ্জু দে স্মৃতি পুরস্কার ২০২০ প্রদান করা হয়। দাতা ছিলেন কবি সাহিত্যিক ও মেঘদূত পরিচালন পর্ষদের সদস্য শ্রী প্রবীর দে এছাড়া এইদিন মেঘদূত গল্পকার সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান মঞ্চে অতিথিবৃন্দ বলেন মেঘদূত সাহিত্য পত্রিকা নব প্রজন্মের কবি সাহিত্যিকদের অন্বেষণ এবং প্রবীণ লেখকদের জন্য একটি নিরপেক্ষ ভাবধারা নিয়ে সাহিত্যের সেবায় নিয়োজিত একটি পত্রিকা, খুব স্বল্প সময়ের বাংলা সাহিত্যে লিটল ম্যাগাজিনে সেটি প্রভাব ফেলেছে। কবি সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় মেঘদূত পত্রিকার সেরা পাঠক পুরস্কার ঘোষণা করেন এবারকার সেরা পাঠক পুরস্কার পেলেন যে সব কবি ও সাহিত্যিকেরা যারা হলেন শ্রী দেবপ্রসাদ বসু, শ্রী অজিতেশ নাগ, ডঃ পিনাকী বসু, শ্রী সূর্যেরস্বপন ঘোষ। মেঘদূত সাহিত্য পত্রিকার সম্পাদক কবি সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়কে আগামী দিনে তাদের পরিকল্পনার কথা ঘোষণা করেন ও বলেন বিভিন্ন মাধ্যমে বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মেঘদূত সাহিত্য পত্রিকা ইতিমধ্যে একটি অভিনবত্বের জায়গা করে নিয়েছে। পত্রিকাটি শিমুলতলায় নিজেদের উদ্যোগে মেঘদূত সাহিত্য উৎসব করার পরিকল্পনা নিয়েছে, তার জন্য সকলের কাছে যোগদানের আবেদন রাখা হয় ।মেঘদূত সাহিত্য পত্রিকা বাংলাদেশ থেকে প্রকাশ হবে জুলাই মাসে, এছাড়া আরো মেঘদূত সাহিত্য পত্রিকা বাইরে আরোপ ছড়াবার লক্ষ্যে কথাবার্তা চালাচ্ছেন পুরো খবরটি মেঘদূত’ সাহিত্য পত্রিকার মিডিয়া পার্টনার বাংলার খবরাখবর এবং JSP DIGITAL ডিজিটাল কভার করেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেঘদূত পরিচালনা পর্ষদের সদস্য সকল কবি ও সাহিত্যিকেরা, যারা হলেন শ্রী প্রবীর দে,শ্রীমতি সুমিতা মুখোপাধ্যায়, শ্রী পার্থ সারথি সেনগুপ্ত, শ্রী অসিত কুমার রায়। অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীমতি অনন্যা সাহা এবং মিস ঐশানী মুখার্জি ,মিস তানিয়া মুখার্জি ও অসিত কুমার রায়। অনুষ্ঠান মঞ্চে সম্মানিত করা হয় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমিতে নতুন যে সব নতুন পত্রিকা যোগদান করেছে তার সম্পাদিকা সমূহকে আনন্দ আশ্রম অভিরূপ পত্রিকার সম্পাদিকা শ্রীমতি সুমনা সেনগুপ্ত এবং জ্যোতি সাহিত্য পত্রিকার সম্পাদিকা শ্রীমতি cজয়ন্তী দেবনাথ। এছাড়া কবিতা পাঠের জন্য বিশেষ পুরস্কার ছিল। অনুষ্ঠানে সবাইকে পত্রিকার সৌজন্য সংখ্যা দেয়া হয়।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest