মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।চীনের বাইরেও করোনা ভাইরাসের ছড়িয়ে পড়তে থাকায় এ ভ্রমণসতর্কতা দেওয়া হয়েছে।তবে এটি শুধুই সতর্কবার্তা,নিষেধাজ্ঞা নয়। জরুরি প্রয়োজনে যদি বিদেশে যেতেই হয়,তাহলে ভ্রমণকালীন সতর্কতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।এর আগে করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে চীন ভ্রমণের বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছিল। কিন্তু নতুন পরিস্থিতি বিবেচনায় এখন সব ভ্রমণের জন্য এই সতর্কতা দেওয়া হয়েছে।