নাটোরে বড়াইগ্রামে কৃষিজমিতে পুকুর কাটায় একজনের কারাদন্ড

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নাটোরে বড়াইগ্রামে কৃষিজমিতে পুকুর কাটায় একজনের কারাদন্ড
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামের বাজিতপুর বিলে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর কাটার অপরাধে জেকের আলী (৪৫) নামে এক কৃষককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (০৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পারভেজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জেকের আলী বাজিতপুর গ্রামের সোনা উল্লাহর ছেলে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফরিদুল ইসলাম জানান, জেকের আলী উপজেলার বাজিতপুর বিলে প্রায় তিন বিঘা কৃষি জমি খনন করে পুকুর তৈরী করছিলেন। এ ব্যাপারে প্রশাসনিকভাবে তাকে নিষেধাজ্ঞা দিলেও তিনি তা অমান্য করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে অভিযোগ পেয়ে সোমবার তাকে আটক করা হয়। পরে ইউএনও আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিলে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest