মিটার পাঠক ও বিল বিতরনকারী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

মিটার পাঠক ও বিল বিতরনকারী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

ব্যুরো প্রধান, রাজশাহী : মিটার পাঠক ও বিল বিতরনকারী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে অস্থায়ী কর্মচারীরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে রাজশাহী মহানগরীর হেতেমখায় অবস্থিত নর্দান ইলেকট্রিক সাপ্লাই নেস্কো এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই মিটার পাঠক ও বিল বিতরনকারী কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছে। রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীরা এর আগেও নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধন করে। আন্দোলনরত কর্মচারীরা জানান, অস্থায়ী কাজ করে সামান্য কিছু অর্থ পাওয়া যায়। এই অর্থে সংসার চালানো দায় হয়ে পড়ে এ জন্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ জরুরী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচিতে রাজশাহী ও রংপুর বিভাগের মিটার পার্থক্য বিল বিতরনকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নেসকো অফিসের সামনে আন্দোলন চলছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest