নাটোরে বড়াইগ্রামে সড়ক নির্মানে অনিয়মের অভিযােগে মানববন্ধন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

নাটোরে বড়াইগ্রামে সড়ক নির্মানে অনিয়মের অভিযােগে মানববন্ধন
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ   নাটােরে বড়াইগ্রামের কায়েমকােলা গ্রামে সড়ক নির্মানে অনিয়মের অভিযােগ উঠেছে। মঙ্গলবার সড়ক নির্মানে অনিয়মের অভিযােগ তুলে মানব বন্ধন করেন কায়েমকােলা গ্রামের শতাধিক মানুষ। উপজেলার কায়েমকােলা-কেচুয়াকাড়ী গােরস্থান থেকে মাদ্রাসা মােড় পর্যন্ত এক কিলােমিটার দীর্ঘ সড়ক নির্মান কাজ চলমান রয়েছে। মানববন্ধনকালে উক্ত গ্রামের আব্দুর রাজ্জাক, ওয়াজেদ আলী বলেন, সড়ক নির্মান ব্যবহৃত ইট,খােয়া ও বালি অতি নিম্মানের। এসব নিম্মানের উপকরণাদি দ্বারা তৈরী সড়কে অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। একই গ্রামের ময়লাল হােসেন বলেন, খালের পাশে নির্মানাধীন সড়কটির পাশে প্যালাসাইট ব্যবহার করা দরকার। অন্যথায় সড়কটি ভেঙ্গে যাবে। মানববন্ধনকালে এলাকাবাসী মানসম্মত টেকসই সড়ক নির্মানের দাবী জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest