পরকিয়া প্রেমর টানে যশোরের ঝিকরগাছায় দুই সন্তানের জননীকে নিয়ে উধাও তিন সন্তানের জনক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

পরকিয়া প্রেমর টানে যশোরের ঝিকরগাছায় দুই সন্তানের জননীকে নিয়ে উধাও তিন সন্তানের জনক

এসএম স্বপন,বেনাপোলঃ পরকিয়া প্রেমর টানে যশোরের ঝিকরগাছায় দুই সন্তানের জননীকে নিয়ে উধাও তিন সন্তানের এক জনক সিরাজুল ইসলাম। চাঞ্চল্যকর এই ঘটনায় স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফলে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। দুই সন্তানের জননী নার্গিস পারভীন (৩৫)। তিনি ঝিকরগাছা শংকরপুর কুলবাড়ীয়া গ্রামের শফিউল্লার স্ত্রী। শফিউল্লাহ পেশায় একজন ব্যবসায়ী । আর তিন সন্তানের জনক সিরাজুল ইসলাম (৩৭)। সে শার্শা থানার জিরেনগাছা গ্রামের নেদু মোড়লের ছেলে। নার্গিস স্বামী শফিউল্লার জানান, গত ২৯ শে ফেব্রুয়ারি দুপুরে সিরাজুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আর পালানোর সময় তার ঘর থেকে নগত ১ লক্ষ ৬৩ হাজার টাকা ও ৪ লক্ষ ২০ হাজার টাকার স্বর্ণ অলংকার সহ ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল নিয়ে গেছে। এই ঘটনা নিয়ে গত ১ই মার্চ স্বামী শফিউল্লাহ ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে। স্থানীয়রা জানান, শফিউল্লা পেশায় একজন ব্যবসায়ী।সারাদিন দোকানে ব্যস্ত থাকেন। আর এই সুযোগে পাশ্ববর্তী শার্শার জিরেন গাছা গ্রামের সিরাজুলের সাথে শফিউল্লার স্ত্রী দুই সন্তানের জননী নার্গিস পারভীনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সুযোগ বুঝে লোকলজ্জা ভুলে উধাও হয়ে ঘর ছাড়লেন তারা। এদিকে, দুই সন্তানের জননী অপর তিন সন্তানের জনকের সাথে প্রেম করে পালিয়ে যাওয়ার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest