শেখ হেলাল উদ্দীন কলেজের পুকুর খননের কাজের উদ্বোধন

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

শেখ হেলাল উদ্দীন কলেজের পুকুর খননের কাজের উদ্বোধন
মোঃ সাগর মল্লিক বাগেরহাট :- – বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন কলেজের পুকুর খননের কার্যক্রম থেকে শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দপ্তর থেকে কলেজের পুকুর খননের জন্য ৩৫লক্ষ ৮০হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার বেলা ১১টায় খনন কাজের শুভ উদ্বোধন করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজর অধ্যক্ষ বটু গোপাল দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, বিভাগীয় সহকারী প্রকৌশলী আজাহারুল ইসলাম, পুকুর খনন কর্মসূচির সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বাচ্চু, ঠিকাদারি প্রতিষ্ঠান নুরজাহান এন্টার প্রাইজ এর ডালিম গাজী, নজমল শেখ, প্রদর্শক নুর আলী গাজী ও স্থানীয় জনসাধারণ। সভাপতি স্বপন দাশ বলেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের বিশেষ বরাদ্দে পুকুর খনন পূর্বক দৃষ্টনন্দন করা হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের কো- কারিকুলাম এক্টিভিটি হিসেবে সাঁতার শেখা খুবই প্রয়োজন। শেখ হেলাল উদ্দীন কলেজকে মডেল কলেজ হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন সবই এই প্রতিষ্ঠানে করা হবে। তিনি আরও বলেন পুকুরখননের পর এটি হবে শিক্ষার্থী ও অ্ত্র এলাকার জনসাধারণের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষের উপহার।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest