ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চরখিদিরপুর থেকে বৌভাত শেষে ফেরার পথে নিখোঁজ হওয়া বর-কনেযাত্রীরা নৌকায় ছবি তুলেছিলেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় দুটি নৌকার অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে মরিয়ম নামে এক শিশু। চিকিৎসাধীন আছে ৫ জন। বাকিদের হদিস পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। শুক্রবার রাতে ঘটনাস্থলে যান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র ও এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল। ঘটনা ছড়িয়ে পড়ার থেকে নদীর আশেপাশে হাজার হাজার মানুষ অবস্থান নেই। যে দুই নৌকার মাঝি গিয়েছিল তারা উদ্ধার হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST