ভারতে দোল উৎসব আগামীকাল বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

ভারতে দোল উৎসব আগামীকাল বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

এসএম স্বপন,বেনাপোলঃ ভারতের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি হলো দোল বা হোলি উৎসব। দোল বা হোলি বলতে আমরা যেটা বুঝি তা হলো রঙের খেলা। একে অপরকে নানা রঙে রাঙিয়ে দেওয়া। আর আগামীকাল সোমবার দোল উৎসব উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় ভারতের প্রেট্রাপোল বন্দরের সাথে বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশে মধ্যে পার্সপোট যাত্রীদের যাতায়াত সচল থাকবে। ভারতের প্রেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে দোল উৎসবের কারনে সোমবার সরকারী ছুটি বিধায় ভাতর-বাংলাদেশ দু’দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকবে। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন, ওপারে দোল উৎসব হওয়ায় সোমবার ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকবে। তবে মঙ্গলবার সকাল থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি -রফতানি বাণিজ্য শুরু হবে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দোল উৎসবে দু’ দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest