দেশে করোনা ভাইরাস শনাক্তে হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তি সতর্কতা

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

দেশে করোনা ভাইরাস শনাক্তে হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে বাড়তি সতর্কতা

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দেশে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও এর কোনো প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি চেকপোস্টে। এরফলে এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আসা-যাওয়া করছে ৪৫০-৫০০ পাসপোর্টযাত্রী। তবে যাত্রীদের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক লক্ষ্য করা গেছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটন ভিসা সহ সব ধরণের ভিসা স্থগিত করেছে ভারত। এদিকে ভাইরাসটি প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিদিন স্বাস্থ্য সহকারি ও নার্সদের মাধ্যমে ইমিগ্রেশনে যাত্রীদের জ্বর, সর্দি ও কাশি আছে কিনা তা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া স্থলবন্দরের পানামা পোর্টেও গতকাল ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকের চালক ও হেলপারদেরও স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়েছে। সবমিলিয়ে ভাইরাসটি প্রতিরোধে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেওয় হয়েছে হিলি স্থলবন্দরে। জানাগেছে, প্রতিদিন হিলি চেকপোস্ট দিয়ে চীনের পার্শবর্তী দেশ ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করে পাসপোর্টযাত্রীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest