বিরামপুরে গ্রোথ সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করলেন – শিবলী সাদিক এমপি

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

বিরামপুরে গ্রোথ সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করলেন – শিবলী সাদিক এমপি

মোঃ হাসিম উদ্দিন, আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে গ্রোথ সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাটলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার শীলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে গ্রোথ সেন্টার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক এমপি। উপজেলা এলজিইডি অফিসের ব্যাস্তবায়নে এর নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৯ হাজার ৮শ টাকা। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, থানার ওসি মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ। এসময় সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest