ফকিরহাটে হত্যার উদ্দেশ্যে ট্রাক চালককে অপহরণ করার চেষ্টা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

ফকিরহাটে হত্যার উদ্দেশ্যে ট্রাক চালককে অপহরণ করার চেষ্টা

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করার চেষ্টা চালিয়েছে দূবৃর্ত্তরা। গত ১১ই মার্চ আনুমানিক রাত সাড়ে ৯ টা ৪৫ এর দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ট্রাক চালক মোঃ বদিয়ার রহমান জেলার সদর থানাধীন বারুইপাড়া গ্রামের মৃতঃ গোলাম রহমান হাওলাদারের পুত্র। তিনি দীর্ঘদিন বসুন্ধরা গ্রুপের ট্রান্সপোর্ট ড্রাইভার হিসাবে কাজ করে আসছেন। গত ১০ই মার্চ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় তিনি সহ প্রায় সাড়ে ৩০০ জন ট্রাক ড্রাইভার বসুন্ধরা গ্রুপের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিজিএম আশরাফ আলী,ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম,ডেপুটি ম্যানেজার মোঃ সোহেল রানা’র দূর্নিতী ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেন। বেতন ভাতা, সুযোগ সুবিধা বৃদ্ধি ও কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির ট্রাক চালক ও সহযোগীরা। ট্রাক চালকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। জোরপূর্বক অতিরিক্ত মাল বোঝাই করতে বাধ্য করেন। ২৪ ঘন্টা গাড়ি চালিয়ে মাত্র সাড়ে ৭ হাজার টাকা বেতন দেয়। সহযোগিরা পায় ৫ হাজার ৪‘শ টাকা। মাল বহনের সময় দূর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্থ হলে চালকদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এসব অন্যায়ের প্রতিবাদ করলে বিনা নোটিশে চালকদের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ওই তিন কর্মকর্তা বিভিন্ন অনিয়মের কারণে আমাদের যেমন কষ্ট হয় কোম্পানিরও লোকসান হয়। এই অবস্থায় চালকরা এক ধরণের মানবেতর জীবন যাপন করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ট্রান্সপোর্ট বিভাগের ডিজিএম আশরাফসহ অসাধু তিন কর্মচারীকে কোম্পানি থেকে বের করে দিয়ে ট্রাক চালক ও সহযোগিদেও বেতন-ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানান বসুন্ধরা গ্রুপের মালিকের কাছে। এই মানববন্ধনের পর ঐ সকল কর্মকর্তা ভুক্তভোগী ট্রাক চালক মোঃ বদিয়ার রহমান-কে নানানভাবে হুমকি প্রদান করে। সেই হুমকি বাস্তবায়ন করার লক্ষে ১১ই মার্চ রাতের ৯টা ৪৫ মিনিটের দিকে ফকিরহাট থানাধীন আট্রাকী তার নিজ অফিসের সামনে থেকে একটি মাইক্রো বাস এসে তুলে নেবার চেষ্টা চালায় । ধস্তাধস্তি ও গোঙ্গানি টের পেয়ে পাশের কয়েকজন লোক তাকে উদ্ধার করতে গেলে মাইক্রোটি পালিয়ে যায়। এব্যাপারে মোঃ বদিয়ার রহমান নিজে বাদী হয়ে বসুন্ধরা গ্রæপের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিজিএম আশরাফ আলী,ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম,ডেপুটি ম্যানেজার মোঃ সোহেল রানা সহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত রেখে ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, এব্যাপারে আমি অবগত হয়েছি এবং তদন্ত পূর্বক যথাযথ ব্যাবস্থা গ্রহন করবো।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest