মহাদেবপুরে অগ্নিকান্ড ভষ্মিভূত করেছে দর্জি শ্রমিক সাহারার সারা জনমের স্বপ্ন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

মহাদেবপুরে অগ্নিকান্ড ভষ্মিভূত করেছে দর্জি শ্রমিক সাহারার সারা জনমের স্বপ্ন

মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে হঠাৎ অগ্নিকান্ড ভষ্মিভূত করেছে দর্জি শ্রমিক সাহারা খাতুনের (৩৫) সারা জনমের স্বপ্ন ৷ আগুনে পুড়ে ছাঁই হয়েছে তার তিল তিল করে জমানো নগদ ৮০ হাজার টাকা, ঘরের আসবাবপত্র, শাড়ী, চুড়ি, ঘটি বাটি, লেপ তোষক বিছানা, চাল, ডাল, তরিতরকারী। শুধু এক কাপড়ে অসহায় এতিম সাহারার জায়গা হয়েছে এখন রাস্তায়। সর্বস্ব হারিয়ে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন। উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের পিতৃহীন সাহারার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর গত কয়েক বছর আগে চলে আসেন মহাদেবপুর উপজেলা সদরে। কলোনী পাড়ায় বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেয়া একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। উপজেলা সদরের মধ্য বাজারের নারী নেত্রী রওশন জাহানের সহাযোগিতায় কাজ শেখেন সেলাইয়ের। বাজারের মদিনা মার্কেটে অবস্থিত একটি দোকানে নিয়মিত সেলাইয়ের কাজ করে চালিয়ে নেন সংসার। নারী নেত্রীর সহযোগিতায় ব্র্যাকে মামলা করে স্বামীর সাথে আপস করে নেন। কিন্তু সতিনের সংসারে আর ফিরে যাননি তিনি। দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করে মেয়েকে বিয়ে দেন। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করান আর একমাত্র ছেলেকে ভর্তি করে দেন হাফেজিয়া মাদ্রাসায়৷ কাজ করে নগদ আশি হাজার টাকা জমা রাখেন নিজের ঘরে ষ্টিলের বাক্সে। আগামী রবিবার সেই টাকা দিয়ে বাড়ী করার জন্য একখন্ড জমি কেনার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে সাহারা খাতুন দোকানে কাজ করার সময় তার কাছে খবর আসে তার ঘরে আগুন লেগেছে। দিশেহারা হয়ে বাসায় গিয়ে দেখতে পান তার সব কিছু পুড়ে ছাঁই হয়েছে। পড়ে আছে শুধু ছাঁই আর ছাঁই। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪ টায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মহাদেবপুর ফায়ার ষ্টেশনের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বাড়ীর ২ টি ঘরের সব কিছু ভষ্মিভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। অগ্নিকান্ডে বাড়ীর মালিক ছাবিনা খাতুনেরও সর্বস্ব পুড়ে ছাঁই হয়। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর প্রেসকাবের সভাপতি গৌতম কুমার মহন্ত প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কোন অনুদান পাননি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest