আত্রাইয়ে মূমুর্ষ শিশুকে বাঁচাতে বিত্তবানদের প্রতি এক পিতার আকুতি

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

আত্রাইয়ে মূমুর্ষ শিশুকে বাঁচাতে বিত্তবানদের প্রতি এক পিতার আকুতি

মোঃ ফিরোজ হোসেন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলা পাঁচুপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ১০ মাসের শিশু সস্তান সামিউল ইসলাম রাফির বাঁচার আকুতি।জন্ম এর পর থেকে রাফির হার্টের সমস্যা । ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা করেছে ।সর্বশেষ ভারতের হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবী শের্ঠীর বলেছেন অপারেশন ছাড়া বাঁচানো সম্ভব নয়।এদিকে দিন মজুর আব্দুর রাজ্জাক বিভিন্ন জায়গায় চিকিৎসা করে প্রায় ৪/৫ লাখ ব্যয় করেছে ।বর্তমানে অপারেশন করতে প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন হওয়ার তার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভন নয় ।তাই তার আকুল আবেদন সমাজের বিত্তশালীদের কাছে যদি আমার শিশু সস্তান রাফিকে বাঁচাতে সাহ্যয্যের হাত বাড়িয়ে দিতেন।মোবাইল নং-০১৭৪০৩৮২৯৪৭,টাকা পাঠানোর ঠিকানা,সোনালী ব্যাংক,আত্রাই শাখা,নওগাঁ।হিসাব নং-৪৮০৩৩০১০১২৪৩৩।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest