রাজশাহীতে হাত বিচ্ছিন্ন অবস্থায় একব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

রাজশাহীতে হাত বিচ্ছিন্ন অবস্থায় একব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, রাজশাহী : রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালি ধানাধীন দেওয়ানপাড়া ফল গবেষণা কেন্দ্রের সামনের রাজশাহী-নাটোর মহাসড়কে একব্যক্তি হাত বিচ্ছিন্ন অবস্থায় ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের ফল গবেষণা কেন্দ্রের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা ওই ব্যক্তির হাতটি ফল গবেষণা কেন্দ্রের গেটের সামনে পড়ে থাকলেও মরদেহটি দেওয়ানপাড়ার ৫ম তলা একটি ভবনের সামনে পড়ে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত রয়েছে। তারা লাশ ও বিচ্ছিন্ন হাতটি উদ্ধারের প্রক্রিয়া করছে। তার নাম ঠিকানা কিছুই না জানা যায়নি। স্থানীয়রা এ বিষয়ে কোন তথ্য দিতে পারেনি। তবে তাদের ধারণা হয়তো সড়ক দুর্ঘটনায় কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে ওই ব্যক্তির মৃত্যু হয় ও বডি যানবাহনের সাথে সেখানে গেছে। আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন কিছু এখনো জানা যায়নি বা তার পরিচয় পাওয়া যায়নি। রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ও পুলিশ ঘটনাস্থলেই রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest