ঢাকা ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯
শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি হাফিজুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) রাতে বেনাপোলের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেফতার হাফিজুর বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের হজরত আলী মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এএসআই শাহিন জানান, গোপন সংবাদে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি এলাকায় ফিরে গোপনে অবস্থান করছে। এমন খবরে তার বাড়িতে অভিযান চালিয়ে
তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার যশোর আদালতে সোপর্দ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST