বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

মোঃ সাগর মল্লিক, বাগেরহাট সংবাদদাতাঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশ্বঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও আশপাশের সব পর্যটন এলাকায় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস এ নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি বাস্তবায়ন করতে ষাটগম্বুজে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস আলোকিত সময়কে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ষাটগম্বুজসহ আশপাশের পর্যটন এলাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest