মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষায় এগিয়ে এলো দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। চিকিৎসকদের নিরাপত্তায় ছয় হাজার গাউন দেবে প্রতিষ্ঠানটি। বুধবার (১৮ মার্চ) রাজধানীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনায় গ্রুপটির চেয়ারম্যান সালমান এফ রহমান এ তথ্য জানান। এর আগে করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন খোদ চিকিৎসকরাই। এ অবস্থায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) এ বিষয়টি বিশেষভাবে দেখছেন বলেও জানান অধ্যাপক ফ্লোরা।