যশোরে দোকানপাট বন্ধ ঘোষণা

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

যশোরে দোকানপাট বন্ধ ঘোষণা

এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধি :- আগামীকাল সোমবার (২৩ মার্চ) থেকে এক সপ্তাহ মুদি, খাবার এবং ওষুধের দোকান বাদে যশোর পৌর এলাকার সব দোকানপাট বন্ধ ঘোষণা ও দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজার খোলার রাখার নির্দেশ জারি করেছে যশোর পৌরসভা। যশোর পৌরসভার পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। জহিরুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক কাযর্ক্রমের অংশ হিসেবে রোববার (২২ মার্চ) পৌরভবনে যশোর পৌর এলাকার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। ওই সভায় ব্যবসায়ীরা দেশের স্বার্থে আগামী এক সপ্তাহ দোকানপাট বন্ধ রাখতে সম্মতি হন। তবে মুদি, খাবার এবং ওষুধের দোকান খোলা থাকবে। এছাড়া দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজার খোলার রাখা হবে। যাতে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এ বিষয়ে আজই জনগণকে জানানোর জন্য মাইকিং করা হবে। মেয়র আরো জানান, সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। যশোর বড়বাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী বলেন, পৌরসভা কর্তৃপক্ষ সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এতে ব্যবসায়ীরা সহমত পোষণ করেছেন। বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশাররফ হোসেন বাবু বলেন, সভায় সকল ব্যবসায়ী ও নেতাদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি সব ব্যবসায়ীকে জানাতে প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest