ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা বিশ্ব সমস্যা, কিন্তু এর দোহাই দিয়ে সরকারি কোন কাজ বন্ধ করা যাবে না। সভা শেষে প্রধানমন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, করোনা বিশ্ব সমস্যা। এটি প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মনে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।মন্ত্রী আরও বলেন, এনইসি শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে।প্রবাস থেকে যারা ফিরছেন তাদের বিষয়ে নমনীয় আচরণ করতে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST