ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ প্রাক-প্রাথমিক থেকে সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি-এর সভাপতিত্বে এক সভায় সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীনসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মন্ত্রী এ সিদ্ধান্ত জানান। অবশ্য এর আগেই করোনার সতর্কতার জন্য ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় এই ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে লম্বা এই ছুটির মধ্যে শিক্ষার্থীদের বাসার বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST