বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ করোনাভাইরাসের কারণে ছুটি দেওয়া হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটিকালীন অবশ্যই নিজ নিজ কর্ম এলাকায় (যিনি যে এলাকায় চাকরি করেন) অবস্থান করতে হবে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। আগের দিন সোমবার সরকারি নির্দেশনায় ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ১০ দিনের ছুটিতে পড়ছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ। করোনাভাইরাস মোকাবিলায় সরকার ছুটিসহ ১০টি পদক্ষেপ ঘোষণা করেছে।