মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের উপজেলা সেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক (৪২) নামের এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানাযায়, মৃত্যু আব্দুর রাজ্জাক উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের মোঃ নাসের প্রামাণিকের ছেলে। এলাকাসুত্রে জানাগেছে গতকাল শনিবার রাত্রি ১১ ঘটিকায় উপজেলার সেভেন স্টার শপিং কমপ্লেক্স সংলগ্ন স্থানে তার মৃত্যু দেহ পথচারী পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়, পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহতের স্বজনদের দাবি এটি মটর সাইকেল দুর্ঘটনার মৃত্যু নয়, তাকে ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে এখনো থানা পুলিশের কাছ থেকে এ খবর লিখা পর্যন্ত অানুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ প্রেরণ করা হবে, এলাকাবাসীর ধারণা এটি একটি পরিকল্পিত হত্যা।