বাজার ও বাড়িতে গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন মোঃ রমজান আলী খান।

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

বাজার ও বাড়িতে গিয়ে জীবাণুনাশক স্প্রে করছেন মোঃ রমজান আলী খান।

মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বাজার ও বাড়ি গিয়ে জীবানুনাশক স্প্রে করছেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী খান। সোমবার দুপুরে সদর উপজেলা কালিতলা বাজার ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ কর্যক্রম পরিচালনা করেন তিনি। এ কার্যক্রম আরো বড় আকারে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন মোঃ রমজান আলী খান। এসময় চৌদ্দহাত কালিতলা বাজার পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মো: রমজান আলী খান, মানুষদের মাঝে ৫০০শ মাস্ক, হ্যান্ড গ্লোবস ১০০শ, জীবানুনাশক স্প্রে মেশিন ১০টি বিতরণ করেন। করোনা ভাইরাস প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নিজের ঘারে জীবানুনাশক স্প্রে মেশিন নিয়ে বিভিন্ন গ্রামে স্প্রে করছেন। পাশপাশি বিভিন্ন রাস্তা, মোটরসাইকেল, ব্যাটারী চালিত আটো, প্রাইভেট কারে জীবানুনাশক স্প্রে করেন তিনি । কৃষক লীগের সাধারণ সম্পাদক এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা সাথে ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষও অংশগ্রহণ করেন গ্রাম জীবানুনাশক করার কাজে। ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ রমজান আলী খান বলেন, কোথাও যেন জনসমাগম না হয় বা অযথা বাহিরে না বের হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে আমরা এলাকায় এলাকায় নজরদারি করছি। মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। এছাড়াও এলাকায় মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেয়া হচ্ছে। মোঃ রমজান আলী খান বলে, পরিচ্ছন্নতা ও স্প্রে দেয়ার পাশাপাশি খাবারের অভাবে কেউ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবারও পৌঁছে দেয়া হবে। সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এ কার্যক্রমে যদি সমাজের কোনো বিত্তবান অংশ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এ কার্যক্রম আরো বড় আকারে পালন করা সম্ভব হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest