ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
শফিউর রহমান কামাল, বরিশাল : না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা শাহেদ আকন সম্রাট। আজ সকাল সাড়ে ৯টায় ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সম্রাট ছিলেন বরিশাল মহানগর বিএনপির দপ্তর সম্পাদক। রাজধানীর ইউনাইটেট হাসপাতালে গত ২ অক্টোবর থেকে লাইফ সার্পোটে ছিলেন।
তার ছোট ভাই বরিশাল দক্ষিন জেলা যুবদলের সভাপতি এড. পারভেজ আকন বিপ্লব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২ নভেম্বর ওই হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী করা হয়। তখন তার খাদ্যনালীতে আলসার ধরা পড়ে। সেখান থেকে রক্তক্ষরনের কারনে ওই রাতে তাকে লাইফ সার্পোটে নেয়া হয়। সেই থেকে লাইফ সার্পোটে ছিলেন। সাহেদ আকন সম্রাট বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
আগামীকাল সকাল ৯ ঘটিকায় অশ্বীনীকুমার টাউন হলের সামনে তার ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST