পোশাক শিল্পের জন্য সু-খবর, জিএসপি ইস্যুতে বাংলাদেশের পক্ষে রায়ঃ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

পোশাক শিল্পের জন্য সু-খবর, জিএসপি ইস্যুতে বাংলাদেশের পক্ষে রায়ঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা (জিএসপি) বাতিল করার আবেদন খারিজ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ন্যায়পাল কার্যালয়। সোমবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ মার্চ ইইউ’র  ন্যায়পাল অফিস বাংলাদেশের বিরুদ্ধে আনা অভিযোগটি খারিজ করে। পাশাপাশি ন্যায়পালের কার্যালয় আদেশে বলেছে, তারা তাদের তদন্তে বাংলাদেশের প্রতি সন্তুষ্ট। বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় কমিশন দেশটির সরকার, মালিক, শ্রমিক ও সুশীল সমাজের সঙ্গে যেভাবে কাজ করছে তা সন্তোষজনক। তাই এ বিষয়ে চাইলে ইউরোপীয় কমিশন পরবর্তী সময়ে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে।’ সংশ্লিষ্টরা বলছেন, ইইউ ন্যায়পাল কার্যালয়ের আদেশটি বাংলাদেশের তৈরি পোশাক খাতসহ সার্বিক অর্থনীতির জন্য বড় একটি সুখবর। মন্ত্রণালয় সূত্র আরো জানায়, এই সময়ে বৈশ্বিক করোনা মহামারির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ইবিএসহ বেশকিছু অফিসিয়াল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই বিষয়ে জোর পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, শ্রম অধিকার নিয়ে কাজ করা চারটি সংগঠন ২০১৬ সালে ইইউ’র ন্যায়পাল অফিসে অভিযোগ জানায়, বাংলাদেশে সঠিক শ্রম পরিবেশ নেই এবং শ্রমিকদের ন্যায্যা অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ ইউরোপীয় কমিশন বিষয়টি দেখছে না। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে ইইউ’তে পাওয়া বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করার দাবিতে মামলাটি করা হয়েছিল।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest