ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০
এসএম স্বপন বেনাপোল প্রতিনিধিঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে বেনাপোল কাস্টমস হাউসে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর উদ্যোগে ২৫০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি ডাল, ২ কেজি আলু, ২ লিটার তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার শামীম আহমেদ, সহকারী কমিশনার আকরাম হোসেন, রাজস্ব কর্মাকর্তা নঈম মিরন, ইন্সপেক্টর আশরাফ হোসেন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্মকর্তারা। কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, বেনাপোল ও শার্শায় প্রধানমন্ত্রীর আহবানে যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী দেয়া হবে। এসময় তিনি বেনাপোলের বিভিন্ন অর্থশালী ব্যবসায়ীদের এসব মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST