করোনায় বেনাপোল কাস্টমস কমিশনারের উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০

করোনায় বেনাপোল কাস্টমস কমিশনারের উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এসএম স্বপন বেনাপোল প্রতিনিধিঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে বেনাপোল কাস্টমস হাউসে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর উদ্যোগে ২৫০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি ডাল, ২ কেজি আলু, ২ লিটার তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার শামীম আহমেদ, সহকারী কমিশনার আকরাম হোসেন, রাজস্ব কর্মাকর্তা নঈম মিরন, ইন্সপেক্টর আশরাফ হোসেন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্মকর্তারা। কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, বেনাপোল ও শার্শায় প্রধানমন্ত্রীর আহবানে যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী দেয়া হবে। এসময় তিনি বেনাপোলের বিভিন্ন অর্থশালী ব্যবসায়ীদের এসব মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest