যশোরের বেনাপোল সীমান্তে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্তে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আব্দুল জলিল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে বেনাপোল পর্যটন মোটেলের সামনে ও বড়আঁচড়া গ্রাম থেকে এ গাঁজার চালান দুটি আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক জলিল বড় আঁচড়া গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পর্যটন মোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়। এসময় তার পেটে বিশেষ কায়দায় বাধা অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়।

অপরদিকে, মাদক ব্যবসায়ীরা মাদকের একটি চালান পাচার করছে, এমন খবরে এসআই পিন্টু লাল দাস সংঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের বড়আঁচড়া গ্রামে অভিযান চালালে, তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি পুটলা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বড়আঁচড়া গ্রামের নাসিরউদ্দিনের ছেলে সজিবের নামে পলাতক আসামি হিসাবে মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এএসআই শাহীন ফরহাদ
জানান, আটক আসামিকে আগামী কাল শুক্রবার যশোর আদালতে পাঠানো হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest