অভয়নগরে এসএসপি’র পক্ষথেকে নবনিযুক্ত ওসি তাইজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক::

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-র পক্ষথেকে যশোর জেলার অভয়নগর থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ তাইজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সোমবার বরণ করা হয়েছে। পরে দীর্ঘক্ষণ আলাপচারিতায় তিনি বলেন মাদক ও সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবে না।এমনকি তিনি আরও বলেন, থানার কোন অফিসার যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে তার সঠিক তথ্য প্রমাণ থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।পাশাপাশি স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাত থাকলে স্কুল কতৃপক্ষ যোগাযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।সেই সাথে অভয়নগরকে মাদক ও সন্ত্রাস মুক্ত গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের অভয়নগর উপজেলা নেতৃবৃন্দের অন্যান্যদের মধ্যে সাংবাদিক মাহাবুর রহমান নান্নু, সাংবাদিক মনিরুল ইসলাম লাভলু,সাংবাদিক মাহাবুর, সাংবাদিক হাফিজুর রহমান,সাংবাদিক শিবপদ শুভ,সাংবাদিক শেখ আলী আকবার সম্রাট, খাইরুল ইসলাম প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest