রাজশাহীতে মহল্লার মুদি দোকান দুপুর ২ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

রাজশাহীতে মহল্লার মুদি দোকান দুপুর ২ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো :  রাজশাহী মহানগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মুদি দোকান সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির বিপিএম। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস(কোভিন-১৯) এর বর্তমান উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় এবং সংক্রমণ ও বিস্তার রোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বাজার ব্যতিত পাড়া মহল্লার মুদি দোকানসমূহ সকাল ছয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত খোলা রাখা যাবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উল্লেখিত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest