রামগঞ্জে কাদাঁলেন চেয়ারম্যান

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

রামগঞ্জে কাদাঁলেন চেয়ারম্যান
শাহে ইমরান,রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া সোমবার দুপুরে ইউপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রতিহিংসার রাজনীতির চিত্র তুলে কাদঁলেন এবং উপস্থিত সকলকে কাদাঁলেন।সম্মেলনে চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া বলেন, আমি সম্ভান্ত পরিবারের সন্তান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে স্ত্রী-সন্তানদের ঢাকাতে ফেলে রেখে এলাকাতে অবস্থান করে মানুষের কল্যানে দিন-রাত পরিশ্রম করছি। দেশে করোনা মানুষকে সুরক্ষা রাখতে সরকারী নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছি। মানুষকে সচেতন করতে গ্রামে গ্রামে বসতঘরে গিয়ে হ্যান্ডবিল বিতরন, মাইকিং, জীবানুনাশক ঔষধ স্প্রে এবং খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। লকডাউনে কিছু ব্যক্তি অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা ব্যর্থ হয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা চালায়। ফতেহপুর গ্রামে ডিলার খাদ্যবান্ধন কর্মসুচির কার্ডধারীর বাহিরে দরিদ্র পরিবারে কয়েক বস্তা চাল বিক্রি করার পরে ১০ এপ্রিল এনএসআই লক্ষ্মীপুর উপ-পরিচালক গ্রামের বসতঘরে অভিযান চালিয়ে চাল উদ্ধারের ঘটনা স্বার্থানেষী ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি দিয়ে এবং আমাকে জড়িয়ে কুরুচিপুর্ণ প্রচারনা চালায়। এতে দেশ-বিদেশে সামাজিক ভাবে মান-সম্মান ক্ষুন্ন হয়। আমার পরিবার এতোটা লজ্জিত হয়েছে যে শুধু আত্মহত্যা করা ছাড়া কোন পথ নেই বলেই কান্না ভেঙ্গে পড়েন। চেয়ারম্যানের কান্না দেখে উপস্থিত মেম্বার ও দলীয় নেতা-কর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। এ সময় চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ইউপি সচিব শফিকুল ইসলাম, আ‘লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী আলম, মেম্বার আজাদ হোসেন, মাসুদ আলম, রেজিয়া বেগম প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest