প্রধানমন্ত্রী বলেছেন বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

প্রধানমন্ত্রী বলেছেন বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে
মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা, ৭টা ৩০মিনিটে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে আঁধার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই। বৈশাখের রুদ্র রূপ আমাদের সাহসী হতে উদ্বুদ্ধ করে। মাতিয়ে তোলে ধ্বংসের মধ্য থেকে নতুন সৃষ্টির নেশায়। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপনারা ভয় পাবেন না। ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সংকটকালে এটি কোনোভাবেই কাম্য নয়।’ শেখ হাসিনা বলেন, ‘আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারি মোকাবিলা করতে আমাদের সহায়তা করুন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি বীরের জাতি। অতীতে নানা দুর্যোগ-দুর্বিপাকে বাঙালি জাতি সাহসের সঙ্গে সেগুলো মোকাবিলা করেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি আমরা। আমরা সস্মিলিতভাবে মহামারিকে প্রতিরোধ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’ ‘নতুন বছরে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা, মহামারীর এই প্রলয় দ্রুত থেমে যাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন’ এমন প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest