ঢাকা ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোলের সীমান্ত থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বেনাপোল ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে এ চালানটি জব্দ করা হয়।
যশোর-৪৯ বিজিবির ডেপুটি কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোলের ধাণ্যখোলা সীমান্ত দিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১ কেজি ৮৫০ গ্রাম হিরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী । আটক মাদক দ্রব্যের মূল্য ৫০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST