আত্রাইয়ে সামাজিক দুরুত্ব নিশ্চিতে কাঁচা বাজার স্থানান্তর

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

আত্রাইয়ে সামাজিক দুরুত্ব নিশ্চিতে কাঁচা বাজার স্থানান্তর
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে কাঁচা বাজারগুলো স্থানান্তর করা হয়েছে। এ কাজে তদারকি করেন ইউএনও মো. ছানাউল ইসলাম, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিন । জানাযায়, উপজেলা সদর সাহেবগঞ্জ বাজার, সমসপাড়া হাট, নওদুলি হাট, ভবানীপুর বাজার, বান্দাইখাড়া বাজার, পাইকড়া বাজার, গোয়ালবাড়ী বাজার, ব্রজপুর বাজার, শুটকিগাছা বাজার গুলোতে মুদিখানার দোকান এবং কাঁচা বাজার একত্রে হওয়ায় মানুষ তাদের নিত্যপণ্য কিনতে সামাজিক দুরত্ব মানছেনা। এতে সরকারী নির্দেশনার যথাযথ প্রয়োগ যেমন হচ্ছেনা সেইসাথে করোনা ভাইরাসের বিস্তার অতিদ্রুত হারে ছরিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। একারনে মুদিখানা দোকান হতে আলাদা করে পার্শ্বে ফাঁকা যাইগাতে মাছ, মাংস এবং কাঁচা শবজির দোকান গুলো স্থানান্তর করা হয়েছে। ক্রেতা মালেক জানান, ফাঁকা যাইগাতে বাজার হওয়ায় কাহারো গায়ের সাথে ধাক্কা লাগছেনা । নিরাপদ দুরুত্ব বজায় রেখে জিনিস কিনতে পারছি। এভাবে সরকারের দেওয়া নিয়ম কানুন মেনে চললে মরণব্যাধি করোনা হতে সকলে রক্ষা পাবো। ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন, যতদিন যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। এসময় তিনি সর্বসাধারণকে জরুরী প্রয়োজন ছারা বাড়ীর বাহির না হতে আহবান জানান।

মুজিব বর্ষ

Pin It on Pinterest