রামগঞ্জে ভালবাসার উপহার নিয়ে মধ্যবিত্তের বাড়িতে এসেছে সাংবাদিক বাচ্চু

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

রামগঞ্জে ভালবাসার উপহার নিয়ে মধ্যবিত্তের বাড়িতে এসেছে সাংবাদিক বাচ্চু
শাহে ইমরান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ করোনা দুর্যোগে মধ্যবিত্ত মানুষদের জন্য রামগঞ্জে এসেছে ভালোবাসার উপহার। যেখানে রয়েছে চাল,ডাল, তেল, সবজি সহ খাদ্য সামগ্রী। যার নাম দেয়া হয়েছে ভালোবাসার উপহার। করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় মেসার্স মোস্তফা এন্ড কোম্পানি এর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন সাংবাদিক বেলায়েত হোসেন বাচ্চু। যারা খাদ্য সংকটে পড়েছেন কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছেন না, কিংবা কারো কাছে হাত পাততেও পারছেন না তাদের বাড়িতে ত্রান নয়, ভালোবাসার উপহার পৌঁছে দেন সাংবাদিক বাচ্চু। দুর্যোগের এই সহায়তা খুশি মধ্যবিত্তের মানুষ। দুর্যোগের মুহূর্তে এমন সাহায্য যেন আশীর্বাদ মধ্যবিত্ত মানুষ গুলোর জন্য। দুর্যোগের শুরুতেই রামগঞ্জে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন মেসার্স মোস্তফা এন্ড কোম্পানি। মেসার্স মোস্তফা অ্যান্ড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সোহান বলেন, রামগঞ্জের মানুষদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। নিজের উদ্যোগে ও মানবিক বিবেচনায় আমি তাদের পাশে দাঁড়াচ্ছি। যারা খাবার নিয়ে সংকটে থাকবেন তাদের দিকে সাধ্যমত নজর রাখবো। এসময় তিনি বিত্তবানদের প্রতি বৈশাখী মেলায় প্রচুর খরচ করতেন যারা তাদের খরচটা গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার আহ্বান জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest