ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত-১

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গুরুতর আহত-১
 মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :- বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে এতে নূর মোহাম্মাদ ফারাজি (৫২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। জানা যায়,গত ১২ই এপ্রিল দুপুর দেড়টার দিকে নূর মোহাম্মাদ এর বড় ভাই ছবেদ আলী ফারাজির গরুর গোয়াল ঘরে নূর মোহাম্মাদ ফারাজির হাস মুরগীর বিচরণের কারণেই এই ঘটনা ঘটে।স্থানীয় কিছু দুষ্কৃতিকারী লোকজনের হুকুমে নিজের ভাইকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতুরী ও রড দিয়ে আঘাত করে ভাই ছবেদ আলী ফরাজি (৪৫) ও ভাইপো রাসেল ফরাজি। পরে মারধরের সময় স্থানীয় লোকজন নূর মোহাম্মাদ-কে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তাকে হাতুরী ও রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তা সিটি স্ক্যান রিপোর্টে উঠে এসেছে, রোগীর হাতের আংগুল ও দাত ভেংগে গেছে বলে জানা যায়। এদিকে ঘটনার ৬দিন অতিবাহিত হলেও এখনো রোগীর জ্ঞ্যান ফেরেনি।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করলেও নেওয়া সম্ভব হইনি করোনার কারনে।যার ফলে পরিবারে বন সই নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।বন সই এ উল্লেখ ছিল যদি চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যু হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।বর্তমানে নুর মোহাম্মদ ফারাজি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন, এই ঘটনা সম্পর্কে অভিযোগ পেয়েছি। অতিদ্রæত ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest