নোয়াখালীতে করোনা উপসর্গে গৃহবধুর মৃত্যু, বাড়িটি লকডাউন ঘোষণা

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

নোয়াখালীতে করোনা উপসর্গে গৃহবধুর মৃত্যু, বাড়িটি লকডাউন ঘোষণা
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে শনিবার রাতে চাটখিলে ফিরোজা বেগম (৫০) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের ব্যাপারী বাড়ির মৃত জামাল হোসেনের স্ত্রী। চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, মৃত গৃহবধুসহ তাদের পরিবারের দু’জনের নমুনা সংগ্রহ করেছে এবং তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে ফিরোজা বেগমেরও জ্বর সর্দি কাশি এবং গলা ব্যথা দেখা দেয়। শনিবার রাত ১০ টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। রবিবার সকাল ৯ টা ৫ মিনিটে পুলিশ লাশটি ঐ বাড়িতেই তাদের হেফাজতে রেখেছে এবং প্রশাসনের দায়িত্বেই দাফনের ব্যবস্থা করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest