পাঁচবিবিতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

পাঁচবিবিতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ফেন্সিডিল উদ্ধার
আল-কারিয়া চৌধুরী  জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল করে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০( বিজিবি) ব্যাটলিয়নের অধিনস্থ কয়া ক্যাম্পের সদস্যরা । বুধবার সকালে উপজেলার রামভদ্রপুর (কচুগাড়ি) গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে জুয়েলের বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। কয়া ক্যাম্প কমান্ডার বলেন, কয়া সীমান্ত এলাকার কচুগাড়ী গ্রামের জুয়েলের বাড়িতে পাচারের উদ্দেশ্যে ফেন্সিডিল রাখা আছে। এমন গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের বিজিবি সদস্যরা তার বাড়িতে তল্লাসী চালিয়ে লাল রংয়ের এ্যাপাচি মটরসাইকেলের টাংকির ভিতর থেকে ২৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মটরসাইকেলটি পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest