ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। বিয়ে উপলক্ষে এখন প্রস্তুতি নিচ্ছে দুই পরিবার। চলছে বিয়ের কেনাকাটা।
এর আগে থেকে নির্মাতা সৃজিতের সঙ্গে মিথিলার প্রেমের কথা শোনা যাচ্ছিল। বরাবরই তারা ‘জাস্ট ফ্রেন্ড’ বলে এটি অস্বীকার করে আসছিলেন। বিয়ের মধ্য দিয়ে অবশেষে জাস্ট ফ্রেন্ডকে স্বামী বানাচ্ছেন মিথিলা। ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিথিলা।
ছিল এমন, অনেক আগে থেকে সৃজিতের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের দুজনের কয়েকজন কমন বন্ধু আছে। ইদানীং কাজের সুবাদে যোগাযোগটা বেশি হয়। এদিকে বিয়ের বিষয়ে জানতে মিথিলার ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, এর আগেও মিথিলা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST