নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে হরিশপুর জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পুলিশ সুপার লিটন কুমার সাহা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক ও রাজশাহী বিভাগীয় প্রধান জহির উদ্দিন প্রমুখ। আত্মসমর্পণকারী দের মধ্যে থেকে বক্তব্য রাখেন আতাউর রহমান মোবারক , এসএম ফয়সাল। স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান ২৩জন আত্মসমর্পণকারী চরমপন্থীর মাঝে পঞ্চাশ হাজার টাকা করে বিতরণ । উল্লেখ্য গত বছরে পাবনার আমিনুদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এর কাছ অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest