করোনা ভাইরাস থেকে তালতলীকে মুক্ত রাখতে পুলিশের আপ্রাণ চেষ্টা

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ১, ২০২০

করোনা ভাইরাস থেকে তালতলীকে মুক্ত রাখতে পুলিশের আপ্রাণ চেষ্টা
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, ২০২০ সালে পুলিশ সত্যি জনতার হয়ে কাজ করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ প্রথম অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিল। এবার ২০২০ সালে নতুন আরেক যুদ্ধে নেমেছে পুলিশ। এই যুদ্ধের নাম করোনা ভাইরাস। কোনো ট্রেনিং না থাকলেও করোনা ভাইরাস প্রতিরোধ মাঠে লড়ে যাচ্ছে তারা । পুলিশের আপ্রাণ চেষ্টা ও সতর্ক কারনে বরগুনার তালতলী উপজেলা করোনা ভাইরাসে এখনো সংক্রমণ হয়নি। প্রথম দিকে তালতলী থানা পুলিশ ব্যপক প্রচার প্রচারণা চালিয়ে কঠোর অবস্থায় থাকায় এখন পর্যন্ত সংক্রমণ হয়নি এই উপজেলা। উপজেলার বাহির থেকে কেউ এলে খোঁজখবর নিয়ে তাদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে কাজ করেছেন তারা। এমনকি তালতলীর হাটে, মাঠে, ঘাটে, মসজিদে-মন্দিরে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে তারা। স্ত্রী সন্তান সংসার ফেলে মানব সেবায় জীবনের ঝুকি নিয়ে, জনগণের ফোন পেয়ে তাদের বাড়ি গিয়ে খাবার ও ওষুধ পৌঁছে দিচ্ছে। অনেকে ব্যাক্তি করোনা ভাইরাসে মারা যাচ্ছেন, সেই সব রোগীর স্বজনরা ভয়ে মরদেহের কাছে যাচ্ছে না, পুলিশ দায়িত্ব নিয়ে ওইসব মরদেহ দাফন করছে। বরগুনা জেলা রয়েছে লকডাউনে, বরগুনা সকল উপজেলা করোনা ভাইরাসে সংক্রামিত হলেও । তালতলী পুলিশ উপজেলার গুরুত্বপূর্ণ দুটি যায়গায়,চেকপোস্ট বসিয়ে তালতলীকে নিরাপদ রাখার আপ্রাণ চেষ্টা করছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার যখন ছুটি বাড়িয়ে দিচ্ছে। তখন মানব সেবায় ব্রত হয়ে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুজ্জামান বলেন দেশের সব দুর্যোগময় মুহূর্তে পুলিশের সেবা আত্মনিবেদিত। বর্তমানে সারা পৃথিবীতে নভেল করোনা ভাইরাস বিস্তার লাভ করেছে। এ সংকটময় মুহূর্তে করোনাভাইরাস রোধে সব ভয়ভীতি ও শঙ্কার ঊর্ধ্বে উঠে আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest