ফিলিস্তিন সাংবাদিকের চোখে গুলি, জবাবে অভিনব প্রতিবাদ

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

ফিলিস্তিন সাংবাদিকের চোখে গুলি, জবাবে অভিনব প্রতিবাদ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৫ নভেম্বর সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলী সৈন্যদের ছোঁড়া গুলিতে বাম চোখ হারান দেশটির ফটো সাংবাদিক মুয়াথ আমারণে। এই ঘটনায় অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়েছে দেশটির দুই টেলিভিশন সংবাদ পাঠক। ফিলিস্তিনের দুই সংবাদ পাঠক বাম চোখ ব্যান্ডেজে ঢেকে খবর পাঠ করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে সুরিফ গ্রাম দখল করার চেষ্টার প্রতিবাদে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন ওই গ্রামের বাসিন্দারা। এসময় সেখানে সংবাদ সংগ্রহের কাজে উপস্থিত ছিলেন সাংবাদিক মুয়াথ আমারনে। এসময় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ইসরায়েলি বাহিনীর ছোঁড়া গুলি মুয়াথের বাম চোখে এসে লাগে। ফলে বাম চোখ চিরতরে হারান এই সাংবাদিক।

এই ঘটনার প্রতিবাদে সোমবার স্থানীয় সময় রাত ৯টার সংবাদে ‘ফিলিস্তিন টিভি’র দুই সংবাদ পাঠক তাদের বাম চোখে ব্যান্ডেজ পড়ে খবর পাঠ করেন।

তাছাড়া গুলিবিদ্ধ চোখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড়। মুয়াথের সহকর্মীরা চোখে ব্যান্ডেজ পড়ে দায়িত্ব পালন করে প্রতিবাদ জানান। আবার অনেকেই চোখে ব্যান্ডেজ অথবা বাম চোখ ঢেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন।

ফিলিস্তিনের সাংবাদিকদের উপর ইসরায়েলি সেনাদের হামলার ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছর অন্তত ৬০ জন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest