হাকিমপুরে শতাধিক পরিবারের মাঝে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য বিতরণ

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২০

হাকিমপুরে শতাধিক পরিবারের মাঝে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে করোনায় কর্মহীন দুস্থ্য ও পুষ্টির অভাব জনিত মানুষদের মাঝে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এসব মানুষদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবন ও পেঁয়াজ দেওয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. তৌহিদ আল হাসান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. তৌহিদ আল হাসান জানান, খাবারে পুষ্টিগুন না থাকলে শারিরীক গঠন বা বৃদ্ধি সঠিকভাবে ঘটে না। তাই পুষ্টির কথা বিবেচনা করে এবারে পুষ্টি সপ্তাহ উপল্েয যারা পুষ্টিহীনতায় রয়েছে এবং যারা কোনো খাদ্য সামগ্রী পায়নি মুলত সেসব মানুষদের মধ্যে পুষ্টিগুন সম্পন্ন এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


মুজিব বর্ষ

Pin It on Pinterest