করোনা সংক্রমন প্রতিরোধে বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকবেঃ

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ৬, ২০২০

করোনা সংক্রমন প্রতিরোধে বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকবেঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান |
সারাদেশে শর্তসাপেক্ষে দোকানপাট ও মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে শপিংমল থেকে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (০৬ মে) বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শেখ আব্দুল আলিম গণমাধ্যমে এই তথ্য জানান। তিনি জানান, আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি। পরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শপিংমলটি না খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যমুনা ফিউচার পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতি উন্নতি না হলে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় যমুনা ফিউচার পার্ক খোলা হবে না। আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest