রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, প্রয়াত হাবিবুর রহমান মোল্লাঃ

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, প্রয়াত হাবিবুর রহমান মোল্লাঃ

মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়.কম |

ঢাকা-৫ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার দাফন সম্পন্ন হয়েছে।বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। বুধবার বাদ আসর মাতুইলে তার নামাজে জানাজা হওয়ার পর মাতুইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতারা। পরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাবিবুর রহমানের মরদেহে। এর আগে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান মোল্লা। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে হাসপাতালের আইসিইউ-২ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে লাইফ সাপোর্টে রাখা হয়। হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রয়াত হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এক মাস তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ছয়-সাত বছর ধরে নিয়মিত বিদেশে চিকিৎসকদের পরামর্শ নিতেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল। হাবিবুর রহমান স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদের তিন (২০০৮, ২০১৪, ২০১৮) মেয়াদের সংসদ সদস্য ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest