দুমকিতে পঞ্চাশোর্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

দুমকিতে পঞ্চাশোর্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার
মোঃ জসিম উদ্দিন দুমকি পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে আউয়াল হাওলাদার (৫৫) নামের ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে গতকাল বুধবার (১৩ মে) বেলা ১১টায় থানা পুলিশ উপজেলার লেবুখালী ইউনিয়নের বাদশা বাড়ী সংলগ্ন একটি গাছের ডালে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যপারে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে আউয়াল ঘর থেকে বাইরে গিয়ে আর সে বাসায় ফেরেনি। বুধবার সকালে পথচারী লোকজন ওই বাড়ীর সংলগ্ন একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালীর হাসপাতাল মর্গে পাঠায়। তবে আত্মহত্যার প্রকৃত কোন কারণ জানা যায়নি। মৃত আউয়াল ঢাকার ডেমরা এলাকার একটি জুট মিলের শ্রমিকের কাজ করত। মাত্র কয়েকদিন হল বাড়িতে এসেছে। এলাকায় কারো সাথে কোন বিরোধ কিম্বা শত্রুতাও ছিল না বলে জানাযায়। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পাওয়া গেলে প্রকৃত কারন জানাযাবে বলে জানিয়েছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest