মির্জাগঞ্জে ৪শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

মির্জাগঞ্জে ৪শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরন
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ
‘কৃষকের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন ও করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলার লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬টি ইউনিয়নের ৪শত স্বল্প আয়ের কৃষকের মধ্যে বিনামূল্যে ৫ প্রকারের (লাউ,পুইশাক, ঢেঁড়শ,শিম,কুমড়া) সবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আরাফাত হোসেনের পরিচালনায় বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকীর অর্থায়নে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মধ্যে বিনামূল্যে এ সবজি বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাজী সাইফুদ্দীন ওয়ালীদ ও সমাজসেবা কর্মকর্তা মোঃ সানাউল মোর্শেদ প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আরাফাত হোসেন বলেন, কৃষক যেন তার বাড়ির আশেপাশে খালি জায়গায় শাক-সবজি চাষাবাদ করে অন্তত নিজের পরিবারের খাদ্য চাহিদা মিটাতে পারে সেই উদ্দেশ্যে এই সহায়তা দেয়া হয়েছে। এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন হলে কৃষক-কৃষাণীরা বেশি লাভবান হবেন।##

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest